সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি মেট্রোরেলের চলতি মাসের প্রথম ১৮ দিনের আয়ের সঙ্গে আগের ছয় মাসের আয়ের তুলনা করে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা সঠিক নয় বলে দাবি করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহাম্মদ আবদুর রউফ সময় সংবাদকে বলেন, “আমরা ছয় মাস আগের কোনো তথ্য দেইনি। এমনকি এমন কিছু বলিও নাই। ১৯ দিনের আয় কীভাবে ছয় মাসের আয়কে অতিক্রম করতে পারে? এটি বাস্তবসম্মত কোনো তথ্য নয়।” তিনি আরও জানান, মেট্রোরেলের দৈনিক গড় আয় ১ কোটি টাকার আশপাশে থাকে, এবং চলতি সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে মেট্রোরেল ২০ কোটি টাকার বেশি আয় করেছে।
আবদুর রউফ আরও বলেন, মেট্রোরেলের রাজস্ব উৎপাদন প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা আছে। উদাহরণস্বরূপ, একজন যাত্রী যদি এমআরটি পাসে ১০ হাজার টাকা টপ আপ করে এবং পরে তা ব্যবহার না করে টাকা ফেরত নেয়, তাহলে সেই অর্থটি আয় হিসেবে বিবেচিত হবে না। টপ আপ করা পুরো টাকা ব্যবহার হলেই সেটি আয় হিসাবে গণ্য হবে।
তবে তিনি আরও বলেন, “আয়-ব্যয়ের সঠিক হিসাব বছর শেষে প্রদান করা সম্ভব হবে। মেট্রোরেলের অন্যান্য আয়, যেমন বিজ্ঞাপন ও ব্যাংকিং খাত থেকে আয়, এসবের সব হিসাব শেষে খরচ বাদ দিয়ে প্রকৃত আয় নির্ধারণ করা হবে।”
ভাইরাল পোস্টে দাবি করা হয়েছিল, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে মেট্রোরেল ২০ কোটি টাকার বেশি আয় করেছে, যেখানে আগের ছয় মাসে আয় ছিল ১৮ কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায়, ছয় মাসের আয় হিসেবে যে তথ্য উল্লেখ করা হয়েছে, তা আসলে ২০২২-২৩ অর্থবছরের হিসাব। মেট্রোরেলের আয় ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা ছিল, যা মূলত উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের জন্য প্রযোজ্য ছিল।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখের বেশি যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে, যার ফলে মোট আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা।