মুসলমান ধর্মাবলম্বিদের জন্য এই দিনের গুরুত্ব অনেক। এই দিনে দোয়া কবুলের বিশেষ সময় রয়েছে। তবে কোনটি? সেটা নিয়ে রয়েছে মতানৈক্য। তবে, এটা সত্যি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, জুম্মার দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুল (সা.) তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। (বুখারি, হাদিস : ৬৪০০)
একই ধরনের আরেকটি হাদিস রয়েছে আবু দাউদের ১০৪৮ নম্বরে। সেখানে বলা হয়েছে, জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, জুম্মার দিনে এমন একটা সময়ে রয়েছে, যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আছরের শেষ সময়ে তা তালাস করো।
তাই, চিন্তায় কিংবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে বান্দা জুম্মার দিন মালিক আল্লাহ’র কাছে আসবে এবং দোয়া করবে, মহান আল্লাহ নিশ্চয়-ই তাকে খালি হাতে ফেরাবেন না