সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা যায়, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীমকে কয়েকজন শিক্ষার্থী দেখতে পান। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করে এবং পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুতর আহত অবস্থায় শামীমকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে ১৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদের সময় শামীমকে গুরুতর আহত মনে হয়নি। তিনি নিজে হেঁটে পুলিশের গাড়িতে উঠেছেন। এরকম একজন আসামির হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ রহস্যজনক। এ বিষয়ে নিশ্চিত না হয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।”