খুলনা, ১৯ জুলাই: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত খুলনার শেখ মো. রায়হানের পরিবারে চলছে শোক ও আহাজারি। ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে প্রাণ হারান রায়হান। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারটি শোকের সাগরে ভাসছে।
রায়হানের পরিবারের অভিযোগ, তৎকালীন স্বৈরশাসক সরকার রায়হানের লাশ গোপনে খুলনায় এনে দাফন করে। জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার পরিবারের সাথে দেখা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
রায়হান ঢাকায় এসে একটি চাকুরি নিয়েছিলেন পরিবারকে সাহায্য করতে। তিনি কোরআনের হাফেজ ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। শান্তিপূর্ণ বিক্ষোভের সময় পুলিশের নির্বিচার গুলিতে ঘটনাস্থলেই রায়হান শহীদ হন।
পরিবারের সদস্যরা প্রথমে মোবাইল ফোনের মাধ্যমে রায়হানের মৃত্যুর খবর জানতে পারেন, এরপর থেকেই তাদের শোকের শুরু।