নামিবিয়ার জাম্বেজি অঞ্চলের কাতিমা মুলিলো শহরে একটি অব্যবহৃত ডিপ ফ্রিজ থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রাথমিক ধারণা অনুযায়ী, খেলার সময় দুর্ঘটনাক্রমে ফ্রিজের ভেতরে আটকে পড়ে তারা, যা দম বন্ধ হয়ে মৃত্যুর কারণ হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া চার শিশুর বয়স ছিল তিন থেকে ছয় বছরের মধ্যে। পুলিশ দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, ফ্রিজের ভেতরেই দুজনের মৃত্যু হয়েছিল। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক শিশুর বাবা আরঞ্জেস শোরো বলেন, “আমি এসে দেখি প্যারামেডিকরা আমার মেয়ে এবং অন্য একটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি।”
পুলিশ জানিয়েছে, ফ্রিজে একটি হুক ছিল যা শুধু বাইরে থেকে খোলা যেত, ফলে শিশুরা প্রায় দেড় ঘণ্টা ফ্রিজটিতে আটকে ছিল। এ ঘটনার তদন্তে নামিবিয়ার পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।