কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোমবার রাতে অভিযান চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণসহ দুই মিয়ানমারের নাগরিককে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১১ কোটি ৫২ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতরা হলেন মিয়ানমারের মংডু এলাকার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) এবং মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।
বিজিবি জানায়, পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান করছিলেন তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ, ৪ লাখ ৭৮ হাজার ২৪০ বাংলাদেশি টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০ মিয়ানমারের কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনার পর আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।