ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা সাবরা সিটির কাছে বোমা হামলা চালায়, যেখানে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছেন বলে জানা গেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিশেষ করে উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় ছয়জন নিহত হন, যাদের মধ্যে তিনজন বেসামরিক সমাবেশে বিমান হামলায় মারা যান।
এছাড়া গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের ওপর পরিচালিত এক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজার ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় পাঁচ লাখ মানুষ চরম খাদ্যসংকটে রয়েছেন। গাজার বেশিরভাগ হাসপাতালও বন্ধ অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর থেকেই ইসরায়েল গাজার ওপর পাল্টা আক্রমণ শুরু করে। ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলা ক্রমেই তীব্র আকার ধারণ করছে, যার ফলে গাজার ২০ লাখ বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।