পেশাদার ক্রিকেটের অধ্যায় শেষ করে এবার কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক কোচিং ক্যারিয়ারেও বড় স্বপ্ন দেখছেন—বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার।
আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়ে আশরাফুল তাঁর এই স্বপ্নের কথা জানিয়েছেন প্রথম আলোকে। আশরাফুল বলেন, “স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব, তাই না? কোচিংয়ে যখন আসব, তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নই তো থাকবে।”
গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে আইসিসির অধীনে কোচিং শুরু করেন আশরাফুল। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আয়োজনে আবুধাবিতে এই কোর্স অনুষ্ঠিত হয়। আশরাফুলের কোচিং কোর্সে অংশগ্রহণের সুযোগ করে দেন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল লিখেছেন, “আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।” তিনি আরও যোগ করেন, “এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্নতি করে যাওয়ার চেষ্টার ফল। আমি আমার দক্ষতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং ক্রিকেটারদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি।”
এর আগে, ২০১২ সালে ইংল্যান্ডে লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেছিলেন আশরাফুল। এবার লেভেল-৩ কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তিনি জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।