ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে শীঘ্রই সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম। ছাত্র-জনতা জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে তিনি চাকরিপ্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানান।
রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মুজাম্মেল মিয়াজী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, চাকরিতে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
ড. আসিফ নজরুল বলেছেন, “বিষয়টি নিয়ে উপরের মহল অবগত এবং এ নিয়ে কাজ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের দায়িত্বে ড. মুয়ীদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই একটি বৈষম্যবিরোধী সংস্কার কমিশন গঠন হবে, যেখানে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে প্রথমেই আলোচনা করা হবে।”
এদিকে, মুজাম্মেল মিয়াজী আরও জানিয়েছেন যে, পাশের দেশগুলোর মতো বাংলাদেশেও বয়সসীমা ৩৫ বছর কিংবা এর বেশি করা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি আরও অনুরোধ করেছেন, আসিফ নজরুল যেন এ বিষয়ে গণমাধ্যমে একটি ব্রিফিং করেন বা সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দেন, যাতে চাকরিপ্রত্যাশীরা আশ্বস্ত হতে পারেন।
চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, “আপনারা অনেকদিন ধরেই আন্দোলন করছেন, এখন ধৈর্য্য ধরতে হবে। এর সমাধান আসন্ন।”
মুজাম্মেল মিয়াজীও আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সুখবর পাওয়া যাবে।
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪
সোকলের কণ্ঠ