সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।
ফরহাদ হোসেন মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এর আগের সরকারে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এর পর আওয়ামী লীগের বেশিরভাগ এমপি ও মন্ত্রী আত্মগোপনে চলে যান। ইতোমধ্যে তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে রিমান্ড ও কারাগারে পাঠানো হয়েছে।