তেহরান, ১৪ সেপ্টেম্বর: পশ্চিমা দেশগুলোর আপত্তি ও সমালোচনা উপেক্ষা করে ইরান মহাকাশে একটি নতুন গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই উৎক্ষেপণকে শিয়া প্রধান দেশটির মহাকাশ কর্মসূচির আরও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
‘চামরান-১’ নামের এই গবেষণা স্যাটেলাইটটির প্রধান লক্ষ্য হলো কক্ষপথে উচ্চতা ও গতি নিয়ন্ত্রণ প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যারের পরীক্ষা করা। স্যাটেলাইটটির ওজন ৬০ কেজি বা ১৩২ পাউন্ড। এটি গহেম-১০০ নামক একটি তিন স্তর বিশিষ্ট রকেটের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়। কক্ষপথে স্থাপনের পর স্যাটেলাইটটি সফলভাবে প্রথম সংকেত পাঠিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী এই গহেম-১০০ রকেটটি তৈরি করেছে। এটি ইরানের প্রথম কঠিন জ্বালানি চালিত স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র, যা এর আগে জানুয়ারিতে ৫০০ কিলোমিটার উচ্চতায় একটি স্যাটেলাইট সফলভাবে স্থাপন করে।
পশ্চিমা দেশগুলো ইরানের মহাকাশ কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। তাদের দাবি, এই প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্যও ব্যবহার হতে পারে, যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র সরবরাহ সম্ভব। তবে ইরান বারবার দাবি করেছে, তাদের মহাকাশ ও রকেট কর্মসূচি শুধুমাত্র বেসামরিক ও প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।