চলতি সপ্তাহেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে মাঠের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কোহলিরা। ইতিমধ্যে দেশের মাটিতে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) দেশ ছাড়বেন ক্রিকেটাররা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চেন্নাইয়ের উইকেটের চরিত্র।
সাধারণত চেন্নাইয়ের উইকেট স্পিন সহায়ক হয়ে থাকে, যা অতীত পরিসংখ্যানেও প্রতিফলিত। কিন্তু এবারের বাংলাদেশ-ভারত সিরিজে তেমনটি নাও দেখা যেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের উইকেটে পেসাররাই বাড়তি সুবিধা পেতে পারেন। মূলত বছরের শেষে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে এমন উইকেট প্রস্তুতের পরিকল্পনা হতে পারে।
এর আগেও ২০১৯ সালে ইন্দোর ও কলকাতায় পেসারদের সহায়তায় বাংলাদেশকে পরাজিত করেছিল ভারত। সেই দুই টেস্টের ৩৫টি উইকেটই পেসাররা দখল করেছিলেন। এবারের সিরিজেও বিসিসিআই একই ধরনের পরিকল্পনা করতে পারে। বিশেষ করে স্পিন শক্তিতে বাংলাদেশও কম নয়, এই দিকটি মাথায় রেখে আয়োজকরা কোনো ঝুঁকি নিতে চাইছে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চেন্নাইয়ে কালো নয়, লাল মাটির উইকেটে খেলার সম্ভাবনা রয়েছে। উইকেটে ঘাসের উপস্থিতি স্পষ্ট দেখা গেছে। যদিও ম্যাচের এখনও পাঁচদিন বাকি রয়েছে, তারপরও ম্যাচের আগে ঘাস ছেঁটে ফেলা হলেও অবাক হওয়ার কিছু নেই। তবে অনুশীলনে স্পিনারদের ওপরও বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
যদি পেসারদের সুবিধার কথা মাথায় রেখে উইকেট প্রস্তুত করা হয়, তবে সেটি বাংলাদেশের জন্য খুব বড় চিন্তার কারণ হবে না। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে বাংলাদেশি পেসারদের দাপট ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নাহিদ রানার গতির আক্রমণ ভারতের জন্যও একটি চ্যালেঞ্জ হতে পারে।