বিনোদন জগতের উদীয়মান মুখ সাদিকা রহমান মেঘলা রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে নেত্রকোনার নিজ গ্রামের বাড়িতে মারা যান এই অভিনেত্রী। সম্প্রতি মেঘলা আরাবি রহমান নামে একটি বিজ্ঞাপনে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঢাকায় এসে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মডেলিংয়ে নাম লেখালেও, রুপালি পর্দায় তার উপস্থিতি ঘটার আগেই তিনি চলে গেলেন না ফেরার দেশে।
মেঘলার ছোট বোন রুখসানা জানান, “দুই দিন আগে আপু ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলেছিল পায়ে অস্বস্তি হচ্ছে। আমি তেল মালিশ করে দিয়েছিলাম। হঠাৎ রাতে ঘুম ভেঙে তার গায়ে হাত দিতেই শরীর ঠান্ডা লাগে। তখন সবাইকে ডেকে এনে মৃত্যু নিশ্চিত হই।”
মেঘলার জানাজা শেষে শুক্রবার জোহরের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
কিশোরগঞ্জে জন্ম নেওয়া মেঘলা নেত্রকোনায় বড় হন। ঢাকার শ্যামলীতে বসবাস করতেন তিনি। তার চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হওয়ার খবরও পাওয়া গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, তার স্বপ্ন পূরণ হওয়ার আগেই অকাল মৃত্যু ঘটল।