ভারতে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ রসুন, সুপারি ও শিং মাছ জব্দ করেছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ৪৮ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর ও সোনারহাট বিওপি এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ হাজার ৫৫২ পিস ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, ১৫টি ভারতীয় গরু, ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ৩ টন ট্রাক, ২টি ডিআই পিকআপ ও ৪টি মাহিন্দ্র পিকআপ জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য প্রায় ২ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৬০০ টাকা।
৪৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালগুলো স্থানীয় কাস্টমসে হস্তান্তর করা হয়েছে, যা পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।