ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। এ ইনিংসেও ৪ উইকেট শিকার করে পাঁচ উইকেটের সুযোগ তৈরি করেছেন সাকিব।
তৃতীয় দিনের খেলা শেষে সমারসেট ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে দিনের খেলা শেষ করে। সারের প্রথম ইনিংসের ৩২১ রানের জবাবে সমারসেট প্রথম ইনিংসে করেছিল ৩১৭ রান। শেষ দিনে প্রতিপক্ষের বাকি উইকেটটি তুলে নিলে পাঁচ উইকেট পূর্ণ হবে সাকিবের।
দ্বিতীয় ইনিংসে সাকিব ২৫ ওভারে ৮৩ রানে ৪ উইকেট নেন। বল হাতে এসেই দ্বিতীয় বলে আর্চি ভনকে বোল্ড করেন। এরপর টম অ্যাবেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন এবং জেমস রিউ ও অধিনায়ক লুইস গ্রেগরিকেও সাজঘরে ফেরান। দুই ইনিংসে ৮ উইকেট শিকার করে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন সাকিব।
তবে সমারসেটের শেষ উইকেটটি নিতে না পারায় সাকিবের পাঁচ উইকেটের অপেক্ষা এখনও রয়ে গেছে। শেষ ৮ ওভারে ইনজুরির কারণে ‘রানার’ নিয়ে ব্যাট করতে নামা টম ব্যান্টন ও তার সঙ্গী শেষ পর্যন্ত উইকেট অক্ষত রাখেন।