সাত দিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর বায়েজীদ বোস্তামী তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনটি মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলেও আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান এবং ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান। এছাড়াও, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।