শেরপুরে চাঁদা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরীপুর ও খোয়ারপাড় মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ছাত্রদল নেতা শ্রাবণ (৩২) এবং ট্রলিচালক মিজানুর রহমান মিজান (৩৫) নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টায় এই সংঘর্ষ ঘটে, যেখানে অন্তত ২০ জন আহত হন।
গুরুতর আহত ছাত্রদল নেতা শ্রাবণ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে, রাতে পিটুনিতে নিহত হন মিজান। সংঘর্ষ চলাকালে ৫টি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশ টহল শুরু করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।