সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়াও পূজার সময় সীমান্তে যাতায়াত নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে পূজা উপলক্ষে স্থানীয় মণ্ডপগুলোতে ভালো আয়োজন করার জন্য সবাইকে আহ্বান করা হয়েছে, যাতে দুই দেশের মানুষ সীমান্ত পারাপার না করে।