ঢাকা, ৫ সেপ্টেম্বর: আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে কৃষিখাতে ব্যবহৃত কীটনাশক আমদানিতেও শুল্ক কমানো হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আলু আমদানিতে পূর্বে প্রযোজ্য ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এছাড়া আলু আমদানির ওপর থাকা ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। একইভাবে পেঁয়াজ আমদানির ওপর প্রযোজ্য ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কও পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে, আরেকটি প্রজ্ঞাপনে কীটনাশকের ওপর থাকা ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে এবং এর সঙ্গে সব নিয়ন্ত্রণমূলক শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে পণ্য পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছে। এ পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এছাড়া দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যার কারণে পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, কীটনাশক, আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এই শুল্ক ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, আলু ও পেঁয়াজের অভ্যন্তরীণ উৎপাদনই দেশের চাহিদার সিংহভাগ পূরণ করে। তবে আমদানি শুল্ক কম থাকলে স্থানীয় উৎপাদনের ওপর প্রভাব পড়তে পারে। তাই কৃষকদের উৎসাহিত করতে এই শুল্ক ছাড় চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।