রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টিপু মুনশিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. রেজাউল আলম। টিপু মুনশির পক্ষে জামিনের আবেদন করা হলেও শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে গত ২৮ আগস্ট গুলশানে অভিযান চালিয়ে টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন ২৯ আগস্ট তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের বিরোধিতায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ জুলাই বাড্ডা ফুজি টাওয়ারের সামনে প্রগতিস্মরণী রোডে গুলি চালিয়ে সুমন সিকদারকে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, টিপু মুনশি রংপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর, গত ২২ আগস্ট তার ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংক।