গাইবান্ধার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষীপুর ইউনিয়নের বালাআটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাসেদ আলী ও তার স্ত্রী আলেমা বেগম সকালে তাদের বাড়ির পাশে ধানের জমিতে পরিচর্যার কাজ করছিলেন। দুপুরের দিকে প্রচণ্ড গরমে কাসেদ আলী বিশ্রামের জন্য পাশের টিনের তৈরি সেচ পাম্পের ঘরে যান। কিন্তু সেচ পাম্পের ঘরের বৈদ্যুতিক তারের ছেঁড়া অংশ টিনের সঙ্গে লেগে ছিল, যা তিনি বুঝতে পারেননি। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে এ অবস্থায় দেখে স্ত্রী আলেমা বেগম তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন, তবে ততক্ষণে কাসেদ আলী ও তার স্ত্রী মারা যান।
লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাসেদ আলী বিশ্রামের সময় ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল না। হঠাৎ বিদ্যুৎ আসায় এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) মো. সেরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।