ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ছয়জন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সহ ৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ব্যাংক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি প্রদান করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, ডিএমডি মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, মো. রেজাউল করিম, ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী। এছাড়া, আইবিটিআরএ প্রিন্সিপাল মো. নজরুল ইসলামকেও বরখাস্ত করা হয়েছে।
এর আগে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ছয়টি ব্যাংকের বিরুদ্ধে ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এই নিষেধাজ্ঞার আওতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ বা পূর্বের ঋণ নবায়ন করতে পারবে না।
উল্লেখ্য, বিদায়ী সরকারের আমলে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি, দখল এবং লুটপাটের ঘটনা ব্যাপক আকার ধারণ করে। এস আলম গ্রুপ তাদের নিয়ন্ত্রণে থাকা প্রায় আটটি ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয়, যা ব্যাংকগুলোকে চরম আর্থিক সংকটে ফেলে। সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে বড় অঙ্কের নগদ টাকা সরানোর চেষ্টা করলে তা ব্যর্থ হয় এস আলম গ্রুপের। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকসহ মোট নয়টি ব্যাংকের ইস্যুকৃত ১ কোটি টাকা বা তার বেশি টাকার চেক অন্য কোনো ব্যাংকের মাধ্যমে নগদায়ন বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এসব ঘটনা ব্যাংক খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।