বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার (১৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তার প্রথম দিনের দায়িত্ব পালন শুরু করেন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল দুপুর সাড়ে ১২টার দিকে স্টেডিয়ামে আসেন এবং খানিক বাদেই আসিফ মাহমুদ সেখানে উপস্থিত হন। তাদের সঙ্গে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।
আসিফ মাহমুদ বিসিবির প্রেসিডেন্ট বক্স এবং মাঠসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। মাঠে প্রবেশের পর তিনি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও শাহরিয়ার নাফিসসহ অন্যান্যদের সঙ্গে ইনডোরে যান এবং পরে মিডিয়া রুম ও একাডেমি ভবনও পরিদর্শন করেন।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নতুন ক্রীড়া উপদেষ্টা জানান, নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বিসিবির অবকাঠামো সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী ছিলেন। এছাড়াও, তিনি নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রশিক্ষণ ও উন্নয়নের প্রয়োজনীয় দিকগুলো নিয়ে নোট নেন। আসিফ মাহমুদ আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এসব বিষয়ে উন্নয়ন করা হবে।
নারী ক্রিকেট দলের প্রসঙ্গে তিনি বলেন, “নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে উইমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে, সে ব্যাপারগুলো একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো ঠিক করে দিতে পারব।”