চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার, ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই দুপুরে তানভীর ছিদ্দিকী শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন, যা চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে অবস্থান নেয়। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশে অভিযুক্তরা ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তানভীর ছিদ্দিকীসহ অন্য শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হন। তানভীর ছিদ্দিকীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া এবং বহদ্দারহাট কাঁচাবাজারের মুদির দোকানের কর্মচারী সাইমন প্রকাশ মাহিনও গুলিবিদ্ধ হয়ে মারা যান।
মামলার আসামিদের মধ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসলারুল হক, শৈবাল দাশ সুমন ও নুর মোস্তফা টিনুর নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে পাঁচ দিনের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করা হলো।