নতুন ব্যবস্থাপনায় এবং নতুনভাবে স্যাটেলাইটে নিয়মিত সম্প্রচারে ফিরেছে সময় টেলিভিশন। সোমবার (২৬ আগস্ট) রাত ১১:৫৯ মিনিট থেকে সময় টিভির নতুন যাত্রা শুরু হয়।
গত ১৯ আগস্ট উচ্চ আদালতের নির্দেশে সাত দিনের জন্য সময় টিভির স্যাটেলাইট সম্প্রচার বন্ধ ছিল। আদালতের নির্দেশনার ভিত্তিতে পুনরায় স্যাটেলাইটে তাদের সম্প্রচার শুরু হলো।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে সময় টিভির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।

নতুন পরিচালনা পর্ষদ জানিয়েছে, সময় টিভিকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমানুষের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা কাজ করবে।
২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে সময় টিভি যাত্রা শুরু করে। সময় টিভি দেখতে সমস্যার সম্মুখীন হলে ক্যাবল টিভি অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন অথবা সরাসরি সময় টিভির প্রতিনিধির সঙ্গে কথা বলুন: ০১৯৬৪৪৪৪৪১২ অথবা ০১৯৬৪৪৪৪০০১।