বিজিবি-৫৮-এর সদস্যরা ঝিনাইদহের মহেশপুর থেকে ভারতে পালানোর চেষ্টা করার সময় মো. তারেক আহাম্মেদ অনিক ওরফে কিলার অনিককে (৩৪) গ্রেফতার করেছে। সোমবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ তথ্য জানায় বিজিবি-৫৮।
বিজিবির মতে, অনিক ঢাকা জেলার উত্তর বাড্ডা ভাওয়ালিয়া পাড়া সুতীভোলা এলাকার বাসিন্দা এবং ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি হাজী আবু তাহেরের ছেলে। তিনি ঢাকা ৩৮নং ওয়ার্ড যুবলীগের কর্মী এবং স্থানীয়ভাবে ‘কিলার অনিক’ নামে পরিচিত।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কিলার অনিক মহেশপুরের সীমান্তের মাটিলা গ্রাম দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। বিজিবি তখন ওই এলাকায় তিনটি বিশেষ টহল দল নিযুক্ত করে এবং সব বিওপিতে রেড অ্যালার্ট জারি করা হয়।

রাতের তল্লাশি চলাকালে মাটিলা গ্রামের একটি মেহগনি বাগানে লুকিয়ে থাকা অবস্থায় অনিককে পাওয়া যায়। পালানোর চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন এবং তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের সময়, অনিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার সম্পৃক্ততা এবং ঢাকায় সাম্প্রতিক ছাত্রহত্যা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।