জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং ১৪ দলের অন্যতম নেতা ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার কাজী জিয়া উদ্দিন জানান, ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এবং যে কোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে, গত ২২ আগস্ট, ১৪ দলের আরেক নেতা রাশেদ খান মেননও গ্রেপ্তার হন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন, যার ফলে তার দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলা ও গণহত্যার অভিযোগে মামলা হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রী-প্রতিমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন।