রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, “এই সরকার বানে ভেসে আসা বা মধ্যরাতের সরকার নয়, আর কোনো থানার ওসির সরকারও নয়।” সোমবার (১৯ আগস্ট) রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, রেলের সেবার মান বাড়াতে টিকিটিংয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, এবং তদারকি জোরদার করতে হবে। রেলের জমি নিয়ে কোনো নয়ছয় বরদাশত করা হবে না। দায়িত্ব-কর্তব্যে অবহেলা করলে সবাইকে চেয়ার ছেড়ে দিতে হবে, এমনকি তিনিও দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরে দাঁড়াবেন। এছাড়া, দুর্নীতি ঠেকাতে মূল জায়গায় কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।
