অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় নিশ্চিত করেছে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান, যার পরেই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয়। এরপর ছাত্রদের দাবির মুখে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে চার দফায় ২১ জন উপদেষ্টা শপথ নেন। ৮ আগস্ট প্রথম দফায় প্রধান উপদেষ্টাসহ ১৪ জন, ৯ আগস্ট আরও দুইজন, ১৩ আগস্ট ফারুক-ই-আজম, এবং ১৬ আগস্ট আরও চার উপদেষ্টা শপথ গ্রহণ করেন।
ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বলতম নক্ষত্র হিসেবে পরিচিত। তিনি একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার, অর্থনীতিবিদ, সংগঠক এবং সুশীল সমাজের নেতা হিসেবে খ্যাত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনুরোধে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।