রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজের নিহতের ঘটনায় সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে সাকিবের বাবা মাইনুল হক রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করেন।
মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট রাজশাহীর শাহ মখদুম কলেজ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় সাকিব আনজুম সবুজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মামলার অন্যতম আসামিরা হলেন- রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, নগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়ামসহ অন্যান্যরা। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুদ পারভেজ জানিয়েছেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।