সকলের কণ্ঠ নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৪, সকাল ০৮:৪৩
দেশের বন্যাদুর্গত এলাকায় দ্রুত সরকারি-বেসরকারি স্পিড বোট পাঠানোসহ পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে অবস্থান করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৬টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরেজমিনে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যাদুর্গত এলাকায় প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে ভোর ৪টায় বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেন। এক ঘণ্টা পর, শিক্ষার্থীদের তোপের মুখে কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানো হয়। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসে নৌ-পরিবহন কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং জবাবদিহি নিশ্চিতের নির্দেশ দেন। পরে, সকাল সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা অবস্থান ছেড়ে দেন।
নাহিদ ইসলাম কড়া ভাষায় বলেন, “অনতিবিলম্বে সরকারি-বেসরকারি সকল বোট দুর্গত এলাকায় পাঠাতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। এক ঘণ্টার মধ্যে কন্ট্রোল রুম চালু না করলে, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কঠোর পদক্ষেপ নেয়া হবে।”
তিনি আরও বলেন, “কোনো প্রতিষ্ঠানকে যেন আর শিক্ষার্থীদের ঘেরাও করা না লাগে। জাতির ক্রান্তিলগ্নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সকল বাহিনীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।”
এদিকে, প্রতিবেশী রাষ্ট্রের ওপর নিন্দা প্রকাশ করে নাহিদ বলেন, “আমাদের প্রতিবেশী রাষ্ট্র কোনো আলোচনা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আহমেদ শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হল:
১. সরকারি-বেসরকারি যত স্পিড বোট আছে তা দ্রুত বন্যাকবলিত স্থানে পাঠাতে হবে।
২. ছোট ছোট লঞ্চগুলোকে দ্রুত বন্যাকবলিত এলাকায় পাঠাতে হবে।
৩. বন্যা উদ্ধারকাজে নিয়োজিত সব যানবাহনে জরুরিভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
৪. সব বেসরকারি ট্রলার ও স্পিড বোটকে এই ক্রান্তিলগ্নে বিনামূল্যে ব্যবহারের জন্য দিতে হবে।
৫. দূর্যোগকালীন সময়ের জন্য ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখতে হবে এবং প্রতিটি এলাকায় প্রতিনিধি পাঠাতে হবে।
শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিআইডব্লিউটিএ কার্যালয় ত্যাগ করবেন না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।