ঢাকা, ২১ আগস্ট: চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, “দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এ পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় সকলকে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমকেও এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, “চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। তারা যে দলেরই হোক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং বিষয়টি গণমাধ্যমে প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।”
এদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় দেশের বিভিন্ন জেলায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “বন্যার কারণে দেশের প্রধান প্রধান নদীগুলোতে ভাঙন দেখা দিয়েছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্দশায় পড়েছে। এই সংকটময় সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো অতীব জরুরি।”
তারা ছাত্রশিবিরের সর্বস্তরের কর্মী এবং সচেতন নাগরিকদের বন্যার্তদের সহায়তায় সার্বিক সহযোগিতার জন্য আহ্বান জানান।