ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের কার্যক্রম এখন স্বৈরাচারী রূপ নিয়েছে। তাদের রিমোট কন্ট্রোল অন্যের হাতে রয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন,
“রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই শাপলা প্রতীক আমরা অর্জন করব। নির্বাচন কমিশন এখন মধ্যযুগীয় রাজা-বাদশাদের মতো আচরণ করছে। গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ তাদের হওয়া উচিত ছিল।”
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মতো যোগ্যতা নেই।
“নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয়, সেজন্য কমিশনকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে,”
বলেন এনসিপির এই নেতা।
উল্লেখ্য, রাজনৈতিক দলের জন্য নির্ধারিত প্রতীক তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপির আবেদন বারবারই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন।