থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পিস্তল আকৃতির লাইটার হাতে পথচারীদের ভয় দেখানোর অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সাহিল রাম থাদানি। খবর এনডিটিভির।
পুলিশ জানায়, ব্যাংককের সিয়াম স্কয়ারে গাঁজা সেবনের কারণে বিভ্রমে ভুগছিলেন সাহিল। এ অবস্থায় তিনি রাস্তায় চিৎকার করতে করতে হাঁটছিলেন এবং পিস্তল সদৃশ একটি বস্তু পথচারীদের দিকে তাক করছিলেন। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে সাহিল মাটিতে বসে পড়েন। পরে পুলিশ এসে তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি সহযোগিতা করতে অস্বীকৃতি জানান এবং লাইটারটি তাদের দিকেও তাক করেন।
তদন্তে জানা যায়, পিস্তল সদৃশ বস্তুটি আসলে একটি লাইটার। পুলিশ জানিয়েছে, সাহিল রাম থাদানি পূর্বে ভারতে তিনটি কোম্পানির পরিচালক ছিলেন। তিনি কতদিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং এর আগে এমন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।