ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জুলাই সনদ নিয়ে অযথা বিতর্কে না জড়িয়ে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়। পরিবর্তনের সুযোগ রয়েছে, আর সনদটি বানচাল হলে দেশ পিছিয়ে পড়বে।”
শনিবার সকালে রাজধানীতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “সনদ বাস্তবায়নে যদি কিছুটা দেরি হয়ও, তবুও জুলাই হত্যাকাণ্ডের বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই চলবে। বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।”
তিনি আরও জানান, জুলাই সনদকে কেন্দ্র করে যেকোনো মতপার্থক্য সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। কারণ এটি কেবল একটি রাজনৈতিক সমঝোতার দলিল নয়, বরং গণতান্ত্রিক পুনর্গঠনের ভিত্তি হিসেবেও বিবেচ্য।