ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জনসমাগমপূর্ণ স্থানে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে পর্তুগালের পার্লামেন্ট। দেশটির দক্ষিণপন্থি চেগা (Chega) দলের প্রস্তাবিত এই বিলটি শুক্রবার (১৭ অক্টোবর) পার্লামেন্টে পাস হয়।
নতুন আইনে জনসাধারণের অধিকাংশ স্থানে পূর্ণ-মুখ ঢাকার পোশাক যেমন বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। তবে বিমানবন্দর, কূটনৈতিক প্রাঙ্গণ এবং ধর্মীয় স্থানে মুখোশ বা আবরণ পরার অনুমতি থাকবে।
আইন অনুযায়ী, জনসমক্ষে নিকাব বা বোরকা পরলে ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। একইসঙ্গে কাউকে জোরপূর্বক এমন পোশাক পরতে বাধ্য করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিলটি নিয়ে দীর্ঘ তর্ক-বিতর্কের পর শুক্রবার ভোটের জন্য উত্থাপন করা হয় এবং সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থনে এটি আইনে পরিণত হয়।
মানবাধিকার সংগঠনগুলো আইনটিকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখলেও, চেগা দল একে “নিরাপত্তা ও সাংস্কৃতিক ঐক্যের স্বার্থে গৃহীত পদক্ষেপ” বলে দাবি করেছে।
সূত্র: এবিসি নিউজ, আল জাজিরা