ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আসছে ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্ট শুরু হতে এখনো আট মাস বাকি, কিন্তু ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে। সেই উচ্ছ্বাসের প্রমাণ মিলেছে ফিফার টিকিট বিক্রির প্রথম ধাপেই। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, প্রথম ধাপে ইতোমধ্যে বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি টিকিট।
চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হওয়ার পর এটাই ফিফার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক তথ্য প্রকাশ।
ফিফার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর দর্শকরা টিকিট কেনায় শীর্ষে রয়েছেন। এছাড়া বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা এই মহাযজ্ঞের টিকিট কিনেছেন।
সবচেয়ে বেশি টিকিট ক্রেতাদের তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে— ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
টিকিট বিক্রির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি এক বিবৃতিতে বলেন,
“বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ফুটবলপ্রেমীরা এই আয়োজনে অংশ নিতে যে আগ্রহ দেখাচ্ছেন, তা সত্যিই রোমাঞ্চকর। এই উচ্ছ্বাস বিশ্বের মানুষের কল্পনা ও আবেগকে ছুঁয়ে যাচ্ছে, যা ফুটবলের ঐক্য ও শক্তির প্রতীক।”
এবারের বিশ্বকাপে দর্শকেরা ১০৪টি ম্যাচের একক টিকিট, নির্দিষ্ট দলভিত্তিক প্যাকেজ, কিংবা ভেন্যুভিত্তিক টিকিট— তিন ধরণের বিকল্পের যেকোনোটি বেছে নিতে পারবেন।
ফিফার নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ।
এবারের আসর অনুষ্ঠিত হবে তিনটি আয়োজক দেশে— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এটি হবে ইতিহাসে প্রথম ৪৮ দলের বিশ্বকাপ।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের এই আসর শুধু খেলার আয়োজন নয়, বরং বৈশ্বিক ফুটবলের অর্থনীতি, দর্শকসংস্কৃতি ও প্রযুক্তির নতুন অধ্যায়ের সূচনা ঘটাবে।