ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় একসঙ্গে পোজ দিলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। দুই দলের সৌহার্দ্য ও খেলাধুলার বন্ধন তুলে ধরেছে এই ঐতিহাসিক মুহূর্ত।
ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা আজ এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হলো। শতাব্দীপ্রাচীন এই ঐতিহাসিক স্থাপনায় একসঙ্গে হাজির হলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মাঠের প্রতিদ্বন্দ্বী হলেও, মাঠের বাইরে বন্ধুত্ব আর ক্রীড়াসৌহার্দ্যের বার্তা দিতে দুই দল একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন।
ছবিগুলোতে দেখা যায়, লালবাগ কেল্লার ঐতিহাসিক পটভূমিকে কেন্দ্র করে দুই দলের ক্রিকেটাররা হাসিমুখে ফটোশুটে অংশ নিচ্ছেন। এই মুহূর্তগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ক্রিকেটপ্রেমীরা প্রশংসায় ভাসাচ্ছেন দুই দলকেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফাঁকে সংস্কৃতি ও ঐতিহ্য ঘিরে একসঙ্গে সময় কাটানো ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। লালবাগ কেল্লা বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের ঐতিহ্য ও স্থাপত্যগৌরবের প্রতীক হিসেবে।
ওয়েস্ট ইন্ডিজ দলের এক ক্রিকেটার বলেন, “ঢাকার লালবাগ কেল্লা সত্যিই অসাধারণ। ইতিহাসের নিদর্শন দেখার পাশাপাশি বাংলাদেশের মানুষের উষ্ণ আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে।”
বাংলাদেশ দলের একজন সিনিয়র খেলোয়াড় জানান, “খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি সংস্কৃতি ও বন্ধুত্বেরও সেতুবন্ধন। আজকের এই মুহূর্ত তা-ই প্রমাণ করল।”