ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঠাকুরগাঁও, ১৬ অক্টোবর:
সংখ্যানুপাতিক ভোট বা পিআর (Proportional Representation) পদ্ধতির ভোট নিয়ে কেউ কিছু বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে, কিন্তু পিআর বোঝে না কেউ। ভোট হবে এক ব্যক্তি এক ভোট। যা মানুষ বোঝে না, তা কেন হবে?”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাহ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দুর্বল। তাকে সবাই ব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারে। জনগণ এখন নির্বাচন চায়। আর কোনো আপস নয়, পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচনে আসেন। জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “দাবি-দাওয়া নিয়ে নির্বাচিত সংসদে আলোচনা হবে। আমরা আর মারামারি চাই না। শিশুদের প্রাণ দিতে হবে না। দেশের মানুষ শান্তি চায়, গণতন্ত্র চায়।”
ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে আসা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সভায় অংশ নেন। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।