সাবহেডলাইন:
অ্যাডামস ক্যাপ থেকে ছড়িয়ে পড়ে জিন হং মেডিকেল কারখানায়, এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন
সংবাদ প্রতিবেদন (সকলের কণ্ঠ ডেস্ক):
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর এলাকার অ্যাডামস ক্যাপ নামের একটি পোশাক কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টা পার হলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা দিচ্ছেন। আগুনের ভয়াবহতায় কারখানার চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে এখনো নিশ্চিতভাবে কারণ জানা যায়নি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের জিন হং মেডিকেল নামের কারখানাতেও, যেখানে চিকিৎসা ও অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত তুলা ও সার্জিক্যাল গাউন উৎপাদন করা হতো।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে, কারণ ভবনটি বহুতল এবং ভিতরে প্রচুর দাহ্য উপকরণ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট একযোগে কাজ করছে।
এ ঘটনায় ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্মীরা নিরাপদ স্থানে সরে গেছেন এবং আশেপাশের অন্যান্য কারখানাও সতর্কতামূলকভাবে খালি করা হয়েছে।