ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দল জুলাই সনদে অংশ নেবে না। তিনি স্পষ্টভাবে জানান, আইনি স্বীকৃতি ছাড়া জুলাই সনদে সই করা “মূল্যহীন” হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন,
“জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা সেই আদেশ জারি করবেন।”
তিনি আরও যোগ করেন, সনদ স্বাক্ষরের আগে বাস্তবায়ন আদেশের খসড়া নিয়ে ঐকমত্যে পৌঁছানো জরুরি। সেটির ওপর ভিত্তি করেই জুলাই সনদে সই করার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
নাহিদ ইসলাম আরও বলেন,
“আমরা আদেশের টেক্সট বা খসড়া আগেই দেখতে চাই। ড. ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই এটি প্রেসিডেন্ট নয়, বরং গভর্নমেন্ট হিসেবে তাঁর দ্বারাই জারি করা উচিত।”