ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
যুক্তরাজ্যে বহুজাতিক ওষুধ ও প্রসাধনী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন (J&J)-এর বিরুদ্ধে বড় ধরনের মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, কোম্পানিটি জেনেশুনে অ্যাসবেস্টস-দূষিত বেবি পাউডার বাজারজাত করেছে। ইতিমধ্যেই প্রায় তিন হাজার ভুক্তভোগী এই মামলায় যুক্ত হয়েছেন। খবর—বিবিসি।
মামলার মূল প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে কোম্পানির অভ্যন্তরীণ নথি ও বৈজ্ঞানিক প্রতিবেদন, যা বিবিসির হাতেও এসেছে। এসব প্রমাণে দাবি করা হয়েছে, ১৯৬০-এর দশক থেকেই জনসন অ্যান্ড জনসন জানত তাদের ট্যালকম পাউডারে ট্রেমোলাইট ও অ্যাকটিনোলাইট নামের ফাইবারসমৃদ্ধ খনিজ উপাদান রয়েছে। এই উপাদানগুলো ফাইবার আকারে থাকলে অ্যাসবেস্টস রূপে পরিণত হয়, যা বৈজ্ঞানিকভাবে প্রাণঘাতী ক্যানসারের কারণ হিসেবে স্বীকৃত।
আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ঝুঁকির বিষয়টি জানা সত্ত্বেও কোম্পানিটি কখনোই তাদের পণ্যের প্যাকেটে সতর্কবার্তা দেয়নি। বরং বেবি পাউডারটিকে “বিশুদ্ধতা ও নিরাপত্তার প্রতীক” হিসেবে প্রচার করেছে।
তবে জনসন অ্যান্ড জনসন এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সব পণ্যই সরকারি মানদণ্ড অনুযায়ী তৈরি, এতে অ্যাসবেস্টস নেই, এবং এটি ক্যানসার সৃষ্টি করে না।
এ মামলাটি যুক্তরাজ্যে বহুল আলোচিত হয়ে উঠেছে এবং জনসন অ্যান্ড জনসনের পণ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।