ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম–মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মাহী বি চৌধুরীর (পূর্ণনাম মাহী বদরুদ্দোজা চৌধুরী) নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৫ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের মামলায় বলা হয়েছে, মাহী বদরুদ্দোজা চৌধুরী তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এছাড়া তিনি ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
মাহী বি চৌধুরী প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব এবং ২০০১ সালে বিএনপি সরকারের সময় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
২০০২ সালে তিনি পদত্যাগ করেন। পরে শূন্য হওয়া মুন্সিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে মাহী বি চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে আবারও মুন্সিগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।