ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। একইসঙ্গে এসএমএসের মাধ্যমেও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারছেন।
এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ—অর্থাৎ এবার পাসের হার কমেছে প্রায় ১৯ শতাংশ।
শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৬৪.৬২ শতাংশ, সিলেট বোর্ডে ৫১.৮৬ শতাংশ এবং যশোর বোর্ডে ৫০.২০ শতাংশ।
এছাড়া জিপিএ-৫ অর্জন করেছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পরে শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফলাফল পাওয়া যাবে আন্তঃশিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইটে:
🔹 www.educationboardresults.gov.bd
এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে “Result” কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।
SMS-এর মাধ্যমে ফলাফল জানার নিয়ম:
HSC <space> বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর) <space> রোল <space> বছর
তারপর পাঠাতে হবে 16222 নম্বরে।
ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে:
🔗 https://rescrutiny.eduboardresults.gov.bd