নামিবিয়ার বিস্মৃত হীরা-শহরে তোলা উইম ভ্যান ডেন হিভারের ছবিটি জয় করেছে ২০২৫ সালের ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফ অব দ্য ইয়ার’ পুরস্কার
সংবাদ প্রতিবেদন:
একটি স্থিরচিত্রের পেছনে দশ বছরের নিরবচ্ছিন্ন পরিশ্রম—আর সেই অধ্যবসায়ের ফলেই বিশ্বের সেরা বন্যপ্রাণী ফটোগ্রাফির শিরোপা জিতেছেন দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী উইম ভ্যান ডেন হিভার। নামিবিয়ার এক পরিত্যক্ত হীরা-শহরে তোলা তার ছবিটি পেয়েছে ২০২৫ সালের “ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফ অব দ্য ইয়ার” পুরস্কার।
আলোকচিত্রী হিভারের ছবিটিতে দেখা যায়—একটি বিরল প্রজাতির বাদামী হায়েনা এক পরিত্যক্ত ভবনের সামনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতের আলো-আধারিতে ভাঙাচোরা ভবনের পেছনে দাঁড়ানো সেই হায়েনার চাহনি যেন এক নিঃশব্দ প্রতিচ্ছবি—মানব সভ্যতার ক্ষয়িষ্ণুতার মাঝে বন্য প্রকৃতির বিজয়ের প্রতীক।
ছবিটির শিরোনাম দিয়েছেন হিভার নিজেই—‘Ghost Town Visitor’ (ভূতুড়ে শহরের অতিথি)। আয়োজকদের ভাষায়, এটি কেবল একটি ছবি নয়; বরং “প্রকৃতি ও সভ্যতার মধ্যকার নীরব সংঘাতের দৃশ্য।”

টানা দশ বছর ধরে ক্যামেরা ট্র্যাপ প্রযুক্তি ব্যবহার করে ছবিটি ধারণ করেছেন হিভার। তিনি নামিবিয়ার সেই পরিত্যক্ত নগরীতে বাদামী হায়েনার পদচিহ্ন অনুসরণ করে ক্যামেরা বসিয়েছিলেন। প্রায় ৬০ হাজার ৬৩৬টি ছবির মধ্যে এই ছবিটিই সেরা নির্বাচিত হয়েছে।
আয়োজক কমিটির সভাপতি ক্যাথি মোরান বলেন, “এই ছবি প্রমাণ করে, কীভাবে বন্যপ্রাণী একসময় মানুষের জনবহুল স্থানগুলোকে আবার নিজের করে নিচ্ছে। ছবিটি একই সঙ্গে ভয়ঙ্কর, নিঃসঙ্গ ও মুগ্ধকর।”
জুরি বোর্ডের আরেক সদস্য মন্তব্য করেছেন, “এটি এমন এক ছবি যা আপনাকে থমকে দেবে। যেন ভূতুড়ে শহরে আপনি নিজেই হায়েনার চোখের সামনে দাঁড়িয়ে আছেন।”
বিশেষজ্ঞদের মতে, নিশাচর ও নিঃসঙ্গ স্বভা