দুই ম্যাচে দুই হলুদ কার্ড, এএফসি নিয়মে নিষিদ্ধ ফাহমিদুল—চাপে পড়লেন কোচ কাবরেরা
সংবাদ প্রতিবেদন:
এশিয়ান কাপ বাছাই পর্বে শৃঙ্খলাজনিত সমস্যায় ভুগছে বাংলাদেশ ফুটবল দল। এখন পর্যন্ত ‘সি’ গ্রুপে চার ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা ৯টি হলুদ কার্ড দেখেছেন—ম্যাচপ্রতি গড়ে দুইয়ের বেশি। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ফাহমিদুল ইসলামের নিষেধাজ্ঞাতে।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় দুইটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে খেলতে পারেন না। সেই নিয়মে, ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ফাহমিদুল ইসলাম।
ইতালি প্রবাসী এই মিডফিল্ডার ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ম্যাচেই প্রথম হলুদ কার্ড দেখেন। এরপর মঙ্গলবার হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হন তিনি।
বাংলাদেশ দলের শৃঙ্খলা সমস্যা নতুন নয়। ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচে হৃদয় ও মজিবুর রহমান জনি কার্ড দেখেন। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচে সর্বাধিক চারজন—শাকিল আহাদ তপু, তপু বর্মণ, ফাহিম ও ফাহমিদুল—কার্ড দেখেন। এরপর ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচে রাকিব হোসেন, আর মঙ্গলবারের হংকং ম্যাচে ফাহমিদুল ও তারিক কার্ড পান।
ফলে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কোচ হাভিয়ের কাবরেরার চিন্তা বাড়ছে। এক কার্ড পাওয়া ফুটবলারদের কেউ আবার কার্ড দেখলে, ৩০ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও নিষিদ্ধ হবেন তারা।
অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। ফাহমিদুলের অনুপস্থিতিতে তার বিকল্প খোঁজার কাজ শুরু করতে হবে কোচিং স্টাফকে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা কী সিদ্ধান্ত নেবেন? তিন বছরেরও বেশি সময় ধরে দায়িত্বে থাকা কাবরেরা এখনো কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। এশিয়ান কাপে জায়গা না পাওয়ার পর থেকেই তার অব্যাহতির দাবিও জোরালো হচ্ছে।