ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ফেনী: এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ সরাসরি দেখতে ফেনী শহরের পুরাতন থানা চত্ত্বরে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। বড় পর্দায় খেলা সম্প্রচার শুরু হলে মুহূর্তেই এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
দর্শকদের ভিড়ে পুরাতন থানা এলাকার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়। তবে এতে ক্ষুব্ধ হয়ে ফুটবলপ্রেমীরা বিক্ষোভ শুরু করেন এবং দাবি তোলেন খেলা পুনরায় চালুর। শেষ পর্যন্ত স্থানীয়দের অনুরোধ ও পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাময়িকভাবে সম্প্রচারে বাধা তুলে নেয়।
স্থানীয় দর্শকরা জানান, দীর্ঘদিন পর বাংলাদেশ দলের খেলা দেখতে একসঙ্গে জড়ো হওয়ার এমন সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে খেলা দেখতে আসেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে পতাকা ও ব্যানার হাতে উদ্দীপনা ছড়ান।
এসময় পুরো এলাকাজুড়ে ছিল “বাংলাদেশ জিতবে” স্লোগানে মুখরিত পরিবেশ।