ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আদালত থেকে জামিন পেলেও মুক্তি পেতে আসামিদের ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যার প্রতিটি পর্যায়েই খরচ ও হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি জানান, এসব ভোগান্তি নিরসনে অনলাইন জামিননামা (বেইল বন্ড) চালু করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়। এতে জামিনপ্রাপ্তদের মুক্তির প্রক্রিয়া হবে দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান আইন উপদেষ্টা।
ড. আসিফ নজরুল বলেন, “আগামী বুধবার (১৫ অক্টোবর) অনলাইন জামিননামা উদ্বোধন করা হবে। এতে আদালতের রায় ঘোষণার পর এক ক্লিকেই তথ্য সরাসরি জেলখানায় পৌঁছে যাবে, যেখানে আসামি অবস্থান করছে। এতে মুক্তির প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক সহজ।”
আইন বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে বিচারপ্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে এবং নাগরিক ভোগান্তি কমবে।