ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকও।
রবিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিবি সূত্র জানায়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা সংগঠনের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়। বৈঠকস্থল থেকে সংগঠনের প্রচার সামগ্রী ও কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে।
তালেবুর রহমান বলেন,
“নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনের কার্যক্রম চালানোর চেষ্টা করছিল তারা। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।