ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
গাজায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরিষেবার জন্য ২৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে যুক্তরাজ্য সরকার। মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে গিয়ে এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর রয়টার্স।
মিশরের পর্যটন নগরী শারম আল-শেখে সোমবার অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নেন। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়েই এ সম্মেলনের মূল আলোচ্য বিষয়।
যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত এই অর্থ ইউনিসেফ (UNICEF), বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিল (NRC)–এর মাধ্যমে বিতরণ করা হবে। এর লক্ষ্য— গাজার দুর্ভিক্ষ, অপুষ্টি ও রোগে আক্রান্ত জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
দুই বছর পর যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চলছে। এই শান্তি প্রক্রিয়া টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন মানবিক ও পুনর্গঠন কর্মসূচিতে অংশ নিচ্ছে।
ব্রিটিশ সরকার আরও জানিয়েছে, গাজার পুনর্গঠনের লক্ষ্যে তারা তিন দিনের একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে। এতে সরকারি প্রতিনিধি, বেসরকারি খাত, ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (EBRD) এবং বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অংশ নেবে।